শফিক আল কামাল : পাবনার ঈশ^রদী রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপপুর উচ্চ বিদ্যালয়ে পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের নিকট খেলাধুলার সামগ্রী এবং স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
বুধবার (২০ মার্চ ২০২৪ খ্রি.) দুপুরে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন বিদ্যালয় দু’টির ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। খেলাধুলা সামগ্রীর মধ্যে ছিল ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, টেনিস বল, ফুটবল, ভলিবল ও ভলিবলের নেট। এছাড়াও বিদ্যালয় দু’টির ভাল ফলাফল অর্জনকৃত শিক্ষার্থীদের মাঝে পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রূপপুর এনপিপি প্রকল্পের প্রধান প্রকৌশলি ড. মো. আব্দুর রাজ্জাক, রূপপুর এনপিপি প্রকল্পের সাইট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে বি এম রুহুল কুদ্দুস (টুটুল) ও বিদ্যালয় দু’টির শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।
এর আগে এদিন বেলা ১১টায় অপর একটি অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন ঈশ^রদীর মানিকনগরে আনসার ভিডিপি ৭তম ধাপের মৌলিক প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ে ক্লাস নেন ও বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।