শফিক আল কামাল : শ্রদ্ধা ভালবাসা ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পাবনা জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪ খ্রি.) দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে সূর্র্য্যদয়ের সাথে সাথে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ “দূর্জয় পাবনায়” শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ অতুল মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম সোহেল ও পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি।
এছাড়াও এদিনে দুপুর সাড়ে ১২টায় পাবনা জেলা পরিষদের উদ্যোগে রশিদ হলে দেশের বিভিন্ন স্থানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকৃত বর্তমানে অসুস্থ ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন এ বিষয়ে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু’র আহবানে সারা দিয়ে যারা জীবন বাজি রেখে পাকিস্তানি শাসকগোষ্ঠীকে পরাজিত করে মা মাটি দেশকে একটি লাল সবুজের পাতাকা উপহার দিয়েছেন, এই বিশেষ দিনে তাঁদের স্বরণ করে সীমিত পরিসরে সম্মান জানাতে পেরে পাবনা জেলা পরিষদ গর্বিত। সম্মাননা গ্রহন করে যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের ধন্য করেছেন তাঁদের প্রতি জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।