পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ০৪ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নারী সমাবেশের আয়োজন করা হয়। চেয়ারম্যান, বৃলাহিড়ীবাড়ি ইউনিয়ন পরিষদ জনাব মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার জনাব পারুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জেলা শ্রম ও কর্মসংস্থান অফিস, পাবনা জনাব মোঃ আখলাক-উজ-জামান এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার, ফরিপুর জনাব রামকৃষ্ণ পাল। প্রধান অতিথি বিভিন্ন রাষ্ট্রীয় সেবা তুলে ধরেন এবং এ সকল সেবাসমূহ গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। বিশেষ করে তিনি দেশের সকল জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিত করা লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে অসহায় ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের বিষয় উল্লেখ করেন। তিনি আরও বলেন জাতীয় আইনগত সহায়তা সংস্থা প্রতিটি জেলায় জেলা লিগ্যাল এইড অফিস হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র দেশের সকল জনগণকে সংবিধানের অন্যতম মৌলিক অধিকার বিচার লাভের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ অতিথিবৃন্দ নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ গমনকারীদের প্রয়োজনীয় তথ্যাদি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে যাচাইপূর্বক এবং দক্ষ হয়ে বিদেশ গমনের জন্য পরামর্শ প্রদান করা হয়। সভাপতি তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন কর্মকান্ডে জনগণের সার্বিক অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব তুলে ধরে সকলকে উন্নয়নের অংশীদার হওয়ার আহবান জানান। পাশাপাশি তিনি মায়েদের সচেতনতার মাধ্যমে আলোকিত পরিবার তথা আলোকিত বাংলাদেশ গড়তে সকল মায়েদেরকে প্রতি বিশেষ আহবান জানান। সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ সামিউল আলম তাঁর স্বাগতিক বক্তব্যে নারীর মর্যাদা, সম্মান এবং দায়িত্বশীলতার গুরুত্ব এবং বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি কোন ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলকে আহবান জানান। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপপ্রচার বিষয়ে সকলকে সজাগ থাকতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যতœশীল হওয়ার অনুরোধ করেন। তিনি ডেঙ্গু প্রতিরোধে সকলকে বিশেষভাবে সচেতন হওয়ার জন্য, বিশেষ করে মশার বংশ বৃদ্ধি রোধ করাসহ জ¦র হলে কোন ধরনের অবহেলা না করার জন্য সকলকে অনুরোধ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ কবির উদ্দিন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বৃলাহিড়ী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত মায়েরাও তাঁদের মতামত প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবকসহ প্রায় তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিষয় ভিত্তিক সংগীতানুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।