পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচি বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, চাটমোহর মোঃ রেদুয়ানুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, চাটমোহর খোঃ মোঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি উপস্থিত সকল অভিভাবকদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। তিনি মানবিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই নৈতিক ও মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রস্তুত করতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন। বিশেষ করে সমাজের সকলকে যথাযথ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। বিশেষ অতিথি শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালন পালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। সভাপতি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টিতে অভিভাবকসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি বিশেষ আহবান জানান। তিনি গুজব ও অপপ্রচার রোধে সচেতনত হওয়ার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক ও যতœশীল হওয়ার অনুরোধ করেন। এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতা, বিশেষ করে মশার বংশ বৃদ্ধি রোধ করাসহ জ¦র হলে কোন ধরনের অবহেলা না করার জন্য সকলকে অনুরোধ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, চাটমোহর মোঃ আব্দুল মান্নান, মোঃ কামরুল ইসলাম, আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছামিনুল ইসলাম। অনুষ্ঠানের পূর্বে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।