পাবনা জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাসুত্রে জানাযায়, বিভিন্ন বিভাগের জায়গা দখলের আগেই সর্তক থাকতে হবে। দখল হয়ে যাওয়ার পর উদ্ধার করা সমস্যা হয়ে যায়। ১৫ শ কোটি টাকা ব্যায়ে ইছামতি নদী পুন:খননের কাজ ভালোভাবে এবং যথাযথভাবে যাতে হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম,পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, বিআরডিবি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব, ভোক্তা অধিকারের এডি মাহমুদুর রহমান রনি প্রমূখ।