পাবনার নয়টি উপজেলায় গ্রাম আদালতে দায়েরকত ৪৭৯ মামলার মধ্যে ৪০১ টি মামলা নি®পত্তি হয়েছে। ক্ষতিপূরণ আদায় হয়েছে প্রায় ৫৯ লাখ টাকা। সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম স¤পর্কে জনসচেতনতা তৈরিতে আয়োজিত এক সমন্বয় সভায় এর তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফ আহম্মেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট এর বিভাগীয় ব্যবস্থাপনা পরিচালক মোখতার আলম। সভায় জেলার ১৯টি এনজিও সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।