ভ্রাম্যমান প্রতিনিধিঃ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় অতিরিক্ত মদপানে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন চন্দ্র ঘোষ (২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৭)। এঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার দায়িত্বরত ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান ওই গ্রামের ৫ বন্ধু অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে সোমবার রাত সাড়ে ১০টার সময় রামচন্দ্র ঘোষের ছেলে রবীন চন্দ্র ঘোষ(২৫) মারা যান। এর ১ঘন্টা আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৮) মৃত্যু হয়। এছাড়া আরও তিন জন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা.উজ্জল হোসেন বলেন, হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয় এবং আরেক জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া গুরুতর অসুস্থ আরো তিন জনকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান, এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।