মিজানুর রহমান
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া আবু বক্কর সিদ্দিকী আলিম মাদ্রাসার তিন তলা ভীত বিশিষ্ট তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার সাড়ে বারোটা মাদ্রাসা প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পরে মাদ্রাসা কর্তৃক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
বক্তব্য কালে তিনি বলেন,বর্তমান বিশ্বে শিক্ষার ব্যাপক শক্তি। শিক্ষা দিয়েই দেশগুলো বিশ্বদরবারে নিজেদের পরিচয় তুলে ধরছেন। তাই বর্তমান সরকার শিক্ষাকে এতোটা গুরুত্ব দিয়ে দেখছেন। অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তারাবাড়িয়া আবু বক্কর সিদ্দিকী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিষ্ঠানটি ম্যানেজিং কমিটির সভাপতি ও চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ,চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান বাদশা,চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান,সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান সহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।