মিজানুর রহমান
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার ( ২ নভেম্বর২০২৪)সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
রেলি শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা সোলাইমার বেগ’র সভাপতিত্বে ও শাম্মি আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)
শরিফ আহমেদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ রবিউল আলম।
এ সময় আরো বক্তব্য রাখেন উপ-সহকারী নিবন্ধক মোঃ আব্দুল মোত্তালেব,সমবায় সমিতির পক্ষে নিউ উত্তরা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির মোঃ জিল্লুর রহমান,নাজিরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির জহুরা আক্তার নাসরিন প্রমুখ। অনুষ্ঠান শেষে এ বছর শ্রেষ্ঠ সমবায় সমিতির মাঝে পুরস্কার প্রদান করা হয়। ১ম স্থান অধিকার করেন পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিঃ, ২য় নিউ উত্তরা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ, ৩য় স্থান অধিকার করেন মহেন্দ্রপুর ভোগ্যপণ্য সমবায় সমিতি লিঃ।