পাবনা জেলার মানবাধিকার পরিস্থিতি ও নারী নির্যাতন প্রতিরোধে এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
২০ মাচর্, বুধবার শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স নেটওয়ার্কের আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এবং বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন নেওয়ার্কের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান। সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো ঃ শরীফ আহমেদ, অতিরিক্তি পুলিশ সুপার (বিশেষ শাখা) আবুবকর সিদ্দিক, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সহকারী সিনিয়র জজ পারুল আক্তার, এমএসএফ’র সিনিয়র ষ্টাফ ল’ইয়ার এডভেঅকেট নাহিদ শামস। সভায় জেলার ২৩৪টি অপরাধের চিত্র তুলে ধরে আলোচনা করা হয়। সভায় মানবাধিকার, নারী ও শিশু নির্যাতন, ধর্ষন, হত্যা, মাদক দ্রব্য, দাঙ্গা-হাঙ্গামা, আতœহত্যা বন্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্থরা যেন যথাযথ আইনী সহায়তা পান সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের তিন প্রতিনিধি সভায় এ বিষয়ে সকলকে আশ^স্ত করেন। সাংবাদিক ও ডিফেন্ডার কামাল সিদ্দিকীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বাচঁতে চাই‘র নিবার্হী পরিচালক ও নেটওয়ার্ক সদস্য সচিব আব্দুর রব মন্টু। সভায় নেটওয়ার্ক সদস্যবৃন্দ ও নাহরিক সমাজের প্রতিনিধি আইনজীবি, সাংবাদিক, এনজিও নির্বাহীরা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মুক্ত আলেচনায় অংশ নেন আব্দুস সামাদ, কামরুন্নাহার জলি, নাসরিন পারভীন, দেলোয়ার হোসেন, তৌফিক হাসান প্রমুখ।