“ হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি ” এই প্রতিপাদ্যে পাবনায় বিশ^ সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয় গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় মুল প্রবন্ধ উপাস্থাপন করেন জেলা প্রতিবন্ধি কর্মকর্তা ফারজানা তাজ ।
জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা ও জেলা প্রতিবন্ধি সাহায্য ও সেবা কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা সুলতানা, জেলা সমাজ সেবা কার্যালয়ের ডিডি মো. রাশেদুল কবীর, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, ডেপুটি সিভিল সার্জন ডা. জাহিদ কামাল, সহকারী কমিশনার মনিরুল ইসলাম, মো. ওয়ালিউর রহমান রুবেল, মো. সানোয়ার হোসেন. মো. সাইফুল ইসলাম, হাফেজ নুর উদ্দিন খান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাদা ছড়ি হাতে মানেই ঐ ব্যাক্তির কিছুটা সমস্যা আছে। সাদা ছড়ি মানেই সমস্যার প্রতীক। সাদা ছড়ি হাতে থাকা মানুষকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। সাদা ছড়ি সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে হবে।