“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার সার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহযোগিতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ড. আব্দুল মজিদ, পাবনা চেম্বারের পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, সাজ্জাদ প্রামানিক বাচ্চু, উত্তম কুমার কুন্ডু, ক্যাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল, সেভেন স্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
আলোচনায় অংশগ্রহণ করে বক্তারা বলেন, ভোক্তাদের সচেতন করার পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার রক্ষায় সবাইকে আরো দায়িতশীল আচরণ করতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ক্যাবের সদস্যবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিনিধি, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, ব্যবসায়ী সমাজের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ ।