’তরুণদের স¤পৃক্ত করি উন্নত নগর গড়ি’ – এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফ আহম্মেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদ কবির, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ও সহকারী প্রকৌশলী এস এম রায়হানুল ইসলাম। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কাজী শাহনেওয়াজ, উপ-বিভাগীয় প্রকৌশলী উজ্জ্বল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী এফএম জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো: ইব্রাহিম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।