শহিদুল ইসলাম রিজু: পাবনা জেলা ফুটবল এসোসিয়েশন ব্যবস্থাপনায় শুরু হয়েছে ২০ দিনব্যাপী নূর কনস্ট্রাকশন ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২৪।
নূর কনস্ট্রাকশন-এর পৃষ্ঠপোষকতায় গতকাল শনিবার বিকেল ৪ টায় বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনার স্বর্ণযুগ ষাট দশকের বর্ষীয়ান খেলোয়ার ইঞ্জিনিয়র মো: আব্দুস সাত্তার মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: আসাদুজ্জামান রিপন বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শামসুল ইসলাম ও নূর কনস্ট্রাকশন-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোকছেদুল আলম নয়ন। এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো: আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মো: আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম চৌবে ডাবলু, ক্রীড়া সংগঠক শামসুল আলম, জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: কামিল হোসেন এবং জেলার প্রাক্তন ফুটবল খেলোয়ার আমিনুল হক বাবলু, আতিয়ার হোসেন মুছা, মোহাম্মদ আলী জিন্না, আন্টু, ওয়াহাব ও টনি সহ অন্যরা।
উদ্বোধনী খেলায় বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে শিক্ষার্থী স্পোর্টস ইনিস্টিউড। শিক্ষার্থী দলের পক্ষে গোল করে আবির, আয়নুল ও আকাশ। আজ রবিবার বিকেল ৪টায় প্রতিযেগিতায় প্রতিদ্বন্দিতা করবে আতাইকুলার শহীদ শমসুর রহমান স্মৃতি ফুটবল একাদশ বনাম মিত স্পোর্টস ট্রেনিং সেন্টার। এ লীগে ২টি গ্রুপে জেলার ৮ টি দলের অংশ গ্রহনে মোট ১৮ টি খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ জুলাই লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।