পাবনায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, আরডিসি সেলিম আহমেদ, ভোক্তা অধিদপ্তর কর্মকর্তা মাহমুদ আহমেদ রণি। এসময় উপস্থিত ছিলেন ভেটেনারি সার্জন উপজেলা প্রাণিজ সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডা: ওয়ালিউল হোসেন, কৃষি বিপনন কর্মকর্তা, খাদ্য অধিদপ্তর কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। পাবনা জেলার অনন্ত বাজার, বড় বাজার ও হাজিরহাটে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।