এম এ আলিম রিপন ঃ সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট(এসইপি) পাবনা জেলায় টেকসই পেঁয়াজ উৎপাদনমূলক উপ-প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর ,খামারবাড়ীতে পাবনা প্রতিশ্রুতির সভাপতি মোঃ আব্দুল মতিন খানের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ,খামারবাড়ী পাবনার উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন। পাবনা প্রতিশ্রুতির বাস্তবায়নে ও বিশ^ ব্যাংক এর অর্থায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ওই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) মোঃ রোকনুজ্জামান, সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম ও সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী। স্বাগত বক্তব্য রাখেন মোঃ মনির হোসেন,ফোকাল পারর্সন এসইপি ও পরিচালক পাবনা প্রতিশ্রুতি। পরিচালনা করেন পাবনা প্রতিশ্রুতির সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট(এসইপি) এর প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ সামছুর রহমান। সমাপনী অনুষ্ঠানে সুজানগর ও সাঁথিয়া উপজেলার কৃষক-কৃষাণীসহ বিভিন্ন পর্যায়ের ৪০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। উল্লেখ্য ২০২১ সালের এপ্রিল মাস হতে শুরু হওয়া প্রথম পর্যায়ের এ প্রকল্পটির মেয়াদ আগামী ৩১ জানুয়ারী শেষ হবে।