পিপ : পাবনার কৃতিসন্তান দেশবরেণ্য প্রখ্যাত শ্রমিক নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ১৫ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনায় কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, আমাদের দেশের মানুষ খুব অল্পতেই সন্তুষ্ট। তাই আমাদের পাহাড় সমতল উচু নিচু যে যেখানেই বসবাস করছিনা কেন সবাই একমনের কোন ভেদাভেদ নেই। আমি খুবই আশাবাদী এই বাংলাদেশ একসময় উন্নয়নের চুরান্ত শিখরে পৌছে যাবে। আমি স্বপ্ন দেখি আমার দেশ নিয়ে। একটি রাজনৈতিক পরিবর্তনের মধ্যদিয়ে আমরা এগিয়ে চলেছি। দেশের ও দশের কল্যাণে আমাকে কোন লোভ লালসায় আটকাতে পারেনি। বাংলাদেশ গঠনে সকলে মিলে কাজ করতে হবে। ৫ আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আবু সায়ীদের সাঈদ জীবন দিয়ে আমাদের একটি পরিবর্তন ও দেশ প্রেমের উদাহরণ সৃষ্টি করেছেন। দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারলে এই দেশের উন্নয়ন হবে। সমাজের সকল অনাচার বন্ধ করতে হবে। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আজ যে ভাবে গণমাধ্যম কর্মীরা আমাকে নিয়ে বলেছেন আমি নিজেও এতো কিছু বলতে পারতাম না। আমাকে আপনারা আগামী দিনের আরো ভালে কাজ করার সাহস যুগিয়েছন। আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাবেক সহ-সভাপতি জ্যোষ্ঠ সাংবাদিক আখতারুজ্জামান আখতার, সাবেক সাধারন সম্পাদক উৎপল মির্জা, ক্লাব সদস্য প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মান্নান মাষ্টার প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মির্জা আজাদ, সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা প্রেসক্লাবের কার্যকারী কমিটির সদস্য সাংবাদিক রাজিউর রহমান রুমি, আবু হাসনা মোহাম্মদ আয়ুব, প্রবীণ সাংবাদিক সুশীল তরফদার, সাংবাদিক জহুরুল ইসলাম, কাজী বাবলা, এমজি বিপ্লব চৌধুরী, রফিকুল ইসলাম সুইট, আহমেদ হুমায়ুন কোভিদ তপু, রিজভী জয় । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার।
মতবিনিময় সভাতে উপস্থিত গণমাধ্যম কর্মীরা শিমুল বিশ্বাসের রাজনৈতিক ও সমাজিক নানা উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রশংসা করেন। আগামী দিনে রাষ্ট্রীয় ভাবে নিজ অঞ্চল সহ সারা বাংলাদেশের সাধারন মানুষের জন্য কাজ করতে এই শুভকামনা করা হয়। রাজনৈতিক নেতা হিসাবে নয় গণমানুষের বন্ধু হিসাবে পাবনার মানুষের পাশে থাকবেন তিনি এটাই প্রত্যাশা করেন সাংবাদিকেরা। রাজনৈতিক ভাবে দীর্ঘ সময় সুবিধা বঞ্চিত থাকলেও তিনি অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে গেছেন। শিমুল বিশ্বাস শুধু রাজনৈতিক নেতা কর্মীদের কাছে নয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছেও সবসময় বিশ্বাসের নাম। বিপদে যখন কোন মানুষ বিপদগ্রস্তের পাশ থেকে সরে গেছেন তখন তিনি নিজের সবটুকু দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।দলমত নির্বিশেষে মানুষ সেবাকে তিনি রাজনৈতিক আদর্শ মনে করে কাজ করেছেন। তাই আগামীতে শিমুল বিশ্বাস তার যথাযথ রাজনৈতিক সম্মান পাবেন এটাই প্রত্যাশা করেন সকলে।
মতবিনিময় সভা পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।
মতবিনিময় সভাতে রাজনৈতিক নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।