স্টাফ রিপোর্টার : “স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মত সারাদেশের ন্যায় পাবনা জেলাতেও অনুষ্ঠিত হয়ে গেল ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড-২০২৪।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে সরকারের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বন অধিদপ্তরের টেকসই বন ও জীবীকা প্রকল্পের আওতায় দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ওয়াইল্ডলাইফ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হাতে নেয়া হয় এই ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড-২০২৪।
পাবনা জেলায় অনুষ্ঠিত এ অলিম্পিয়াডটি মোট ২৭৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হয় গত ৪ অক্টোবর। এতে স্কুল পর্যায়ের ৩ জন ও কলেজ পর্যায়ের ৩ জনকে জেলা চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী নির্ধারণ করা হয়। এছাড়া স্কুল ক্যাটাগরির ১২ জন ও কলেজ ক্যাটাগরির ২ জনকে জেলা রানার আপ হিসেবে বিজয়ী নির্ধারণ করা হয়। পাবনা জেলা থেকে এ অলিম্পিয়াডে মোট বিজয়ীর সংখ্যা ২০ জন, তার মধ্যে দুই ক্যাটাগরির ৬ জন চ্যাম্পিয়ন পাবনা থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে বলে জানা যায়।
গত ৮ অক্টোবর বেলা ৩টায় জেলা পর্যায়ে বিজয়ী ২০ জনের মধ্যে পাবনা বন বিভাগ অফিসে পুরস্কার বিতরণ করা হয়।
পাবনা বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা ফরেস্ট অফিসার ফিরোজ আহমেদ, পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট সালেহ্ মুহম্মদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে বিজয়ীদের সাথে তাদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ের সকল বিজয়ীকে টি-শার্ট, মেডেল, সার্টিফিকেট প্রদান করা হয়।
পাবনায় ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পাবনা সদর
2 Mins Read
Previous Articleউৎসব মুখোর পরিবেশে পাবনায় শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment