আটঘরিয়া প্রতিনিধি: পাটের উন্নয়ন ও পাটচাষ সম্প্রসারনের লক্ষে আটঘরিয়ার ১৫০ জন পাট চাষিকে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আটঘরিয়া পাট অধিদপ্তর কতৃক আয়োজিত এই প্রশিক্ষণ পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম এবং প্রধান অতিথির বক্তব্য দেন উপ-পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনার ড. জামাল উদ্দিন।
গত ১ ফেব্রুয়ারি সমাপ্তকৃত এই প্রশিক্ষণের শুরুতেই পাট চাষিদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন অফিসার মামুনুর রশীদ। এছাড়াও এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ, জেলা পাট চাষি সমিতির সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা পাট চাষি সমিতির সভাপতি আলহাজ খলিলুর রহমান, আটঘরিয়ার উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা পারভেজ রানা প্রমুখ।
২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে মোট ১৫০ পাট চাষি অংশ গ্রহণ করেন।