চাটমোহর প্রতিনিধি
‘নিরাপদ সরিষার তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি” শীর্ষক বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে কেসরকারি সংস্থা পিসিডির প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিসিডি’র নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলম। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ’র কনসালটেন্ট কর্মকর্তা কাজী আবুল হাসনাত। বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমুখ।
সভায় জানানো হয়,চাটমোহরের তিনটি তেল মিলে পিসিডি’র সহযোগিতায় খাঁটি সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। যা বিএসটিআই কর্তৃক অনুমোদিত। এসকল উদ্যোক্তাদের বাজারজাত করণে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান বক্তারা।