ইন্সটিটিউশান অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইডিইবি) পাবনা জেলা শাখার আয়োজনে বুধবার পাবনায় ৫৫তম গণপ্রকৌশল দিবস পালিত হয়। “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকাল ৯টায় পাবনার স্বাধীনতা চত্ত্বর থেকে কবুতর ও বেলন উড়িয়ে একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে।
আইডিইবি পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে অণুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধ আব্দুল মাবুদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী মো. হারুন অর রশীদ, প্রকৌশলী মিরাজুল ইসলাম, প্রকৌশলী মো. মোহসিন আলী, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী মো. আল আমিন হোসেন, প্রকৌশলী মো. মারুফুল ইসলাম, প্রকৌশলী আফতান সুলতানা, প্রকৌশলী মো. সালমান ফারসি, প্রকৌশলী মীর আবু জাফর প্রমুখ।