আটঘরিয়া প্রতিনিধিঃ- পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদে নির্বাচন পরবর্তিতে সহিংসতা বাড়ছে। নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে তানভীরের সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আটঘরিয়া বাজারে রবিবার (৯ জুন) এক বিরাট প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন আটঘরিয়া পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম চঞ্চল।
মিছিলটি আটঘরিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা জয় বাংলা স্লোগানসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিচার চাই, সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আটঘরিয়ার মাটি আওয়ামী লীগের ঘাঁটি, প্রশাসন জবাব চাই, ওসিকে অপসারণ করতে হবে, তানভীর ভাইয়ের বিরুদ্ধে মামলা কেন, ডাইরেক্ট একশন, তানভীর ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ষড়যন্ত্রকারীদের পিঠের চামড়া থাকবে না, আটঘরিয়ার মাটি তানভীর ভাইয়ের ঘাটি, ষড়যন্ত্রকারীর কালো হাত গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগানসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিক্ষোভ দেখায়। বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন এবং আটঘরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোহামিনুল ইসলাম চঞ্চল।
উল্লেখ্য, গত ৩ জুন রাতে আটঘরিয়া বাজারে উপজেলা আওয়ামীলীগের অফিসে মিটিং শেষে বাড়ি ফেরার পথে নেতাকর্মীদের উপর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা করে ৫ জনকে আহত করে এবং আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে। এতে জিয়া, বুলবুল, রনি, জাহিদ ও ভোলা নামের ৫ জন আহত হয়। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে পরাজিত প্রার্থীর সমর্থক জুয়েল ও তার সহযোগীরা তানভীর ইসলামের বিরুদ্ধে হামলার একটি মামলা দায়ের করেন। ঐ মামলার বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।