ঈশ্বরদী সংবাদদাতাঃ
সনাতন ধর্মাবলম্বিদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে মন্দির কমিটির সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের কর্মকারপাড়া মাতৃ মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে সভাপতিত্ব করেন ফজলে রাব্বি সিয়াম। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমর কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, মাতৃ মন্দিরের রাজেশ সরাফ, মিলন কর্মকার, মৌবাড়িয়া ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সমর কর্মকার, হরে কৃষ্ণ মন্দিরের প্রশান্ত কুন্ডু, রেলগেট মন্দিরের সম্ভু সরকার প্রমূখ।
বৈষম্য বিরোধী ছাত্ররা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, এবারও ঈশ্বরদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন হবে। শারদীয় দুর্গোৎসবে সনাতনীদের পাশে থাকবে ঈশ্বরদীর বৈষম্য বিরোধী ছাত্রসমাজ।
এসময় বিকি আগারওয়াল, বৈষম্য বিরোধী ছাত্র আরিফুল ইসলাম জারিফ, রউফুল ইসলাম অন্তর, ইবরাহিম রহমান, আলিফ ইমরান বাধনসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।