ঈশ্বরদী সংবাদদাতাঃ
সনাতন ধর্মাবলম্বিদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে মন্দির কমিটির সাথে জামায়োত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জামাতের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়োতের আমির ডা: নুরুজ্জামান প্রামানিক। প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। সঞ্চালনা করেন পৌর আমির গোলাম আযম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, আমাদের সংগঠনে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাও সদস্য আছে। যার যার ধর্ম সে সে পালন করবেন,এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি। এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সকলেই আমরা বাংলাদেশী।
তিনি আরেও বলেন, আপনারা নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালন করুন। এবারও ঈশ্বরদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন হবে। শারদীয় দুর্গোৎসবে সনাতনী ভাই-বোনদের পাশে থাকবে ঈশ্বরদী উপজেলা জামায়াত।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক গণেশ সরকার, উপজেলা উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, মৌবাড়িয়া ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক স্বপন কুমার কুন্ডুসহ ঈশ্বরদীর ৩২টি মন্দির কমিটির সভাপতি-সম্পাদক ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।