এ. এইচ. মাসুক ঃ দীর্ঘদিন ধরে দখলে থেকে ভাগারে পরিনিত হওয়া ইছামতি নদী দখলমুক্ত পরিস্কার ও নদীটিতে পানি প্রবাহমান করার লক্ষে জেলা প্রশাসন , পানি উন্নয়ন বোর্ড , নদী উদ্ধার বাস্তবায়ন কমিটি ও পাবনা জেলার সকল সরকারী কর্মকর্তাদের সমনয়ে অভিযান অনুষ্ঠিত।
গতকাল পাবনা শহরের মন্ডলপাড়া থেকে তিনবটতলা মোড় হয়ে বাজিতপুর ঘাট হয়ে ইছামতি নদীর যে যে স্থান দখল হয়েছে এবং ময়না আবর্জনারা স্তুপ হয়েছে সেগুলো দখলমুক্ত করা ও অবর্জনা পরিস্কার করার লক্ষে প্রায় ৩/ ৪শ শ্রমিকরা ও সেচ্ছাসেবকরা এ অভিযানের অংশ হয়ে কাজ করেন।
পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম সকালে উপস্থিত থেকে ইছামতি নদী উদ্ধা অভিযানের কাজ শুভ উদ্বোধন করেন। আর জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযানটিতে সাবক্ষনিক উপস্থিত থেকে সার্বিক ভাবে তত্বাবধায়ন ও সুষ্ঠভাবে কাজটি পরিচালনার দায়িত্ব পালন করেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। এ সময় অভিযানের বিষয়ে সদর ইউএনও সাথে কথা হলে তিনি জানান, পাবনা জেলার সকল সরকারী কর্মকর্তা কর্মচারীদের সমনয়ে ইছামতি দখল এবং দূষণমুক্ত করার কাজ শুরু করেছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।
হঠাৎ করে এ যৌথ অভিযানের খবরে অভিযানের কাজ দেখতে শত শত মানুষ ইছামতির পাড়ের গিয়ে জড়ো হন। এ সময় উৎসুক জনতা এ কাজটি দেখে জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করে জানান , দীর্ঘদিন ধরে ইছামতি দখল করে মানুষ নদীটিকে ভাগার বানিয়ে রেখেছিলো। অবশেষে নদীটি পূর্ণউদ্ধারে জেলা প্রশাসনের এই যৌথ অভিযানটিকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই ইছামতি নদীটি আবারও পূর্বে মতো সুন্দর হয়ে উঠুক। ইছামতি দিয়ে আবারও পাল তোলা নৌকা , স্টীমার , বোর্ট চলা দেখতে চাই। এ ছাড়াও সাধারণ মানুষ এখানে গোসল করবে এবং এই নদীর পাড়ে বসে অবসরে বিনোদন পাবে এই ব্যবস্থাটি করে দেওয়ার দাবি জানানো হয় উৎসুক জনতার পক্ষ থেকে। এই উদ্ধার অভিযানে প্রায় শতাধিক গ্রাম পুলিশ , আনসার , স্কুলের শিক্ষার্থী-শিক্ষক , সেচ্ছাসেবিমূলক বিভিন্ন সংগঠনের সদস্য সহ ইছামতির দুপারের সচেতন নাগরিকরা এ অভিযানে উপস্থিত থেকে সহযোগীতা করেন জেলা প্রশাসনকে।
দখলবাজিতে ভাগারে পরিনিত ইছামতিকে দখলমুক্ত ও দূষণমুক্ত করতে জেলা প্রশাসনের যৌথ অভিযান
পাবনা সদর
2 Mins Read
Previous Articleনোঙর’র আয়োজনে দুইবাংলার সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment