আটঘরিয়া প্রতিনিধি: মসজিদের পাশে টং তুলে লালনের আখড়া তৈরি করে গভীর রাত পর্যন্ত চলত পুরুষ-মহিলার গান-বাজনা ও গাঁজা সেবন। এমনই অভিযোগ উঠেছে আটঘরিয়া উপজেলা রামচন্দ্রপুর গ্রামের সাথে সংলগ্ন সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। তৌহিদী জনতা ঐ আখড়া বন্ধ করে দিয়েছে।
গ্রামবাসী ও মসজিদের মুসল্লিদের অভিযোগ, প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই আখড়ায় গাঁজা সেবন ও গাঁজা বিক্রির মহোৎসব। এছাড়াও লালন ভক্তদের গান বাজনায় পাশের মসজিদে নামাজ পড়াই দুরূহ ছিল, এখানে চলছিল অনৈতিক কার্যকলাপ। এতে এলাকায় মাদক (গাঁজা) সেবির সংখ্যা বেড়েই চলছিল।
মুসল্লিদের অভিযোগ, এ কারণেই রামচন্দ্রপুরের ঐ লালন আখড়ার বিরুদ্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও একবার শুধু থানা থেকে তদন্ত ছাড়া আর কোন কাজ না হওয়ায় তৌহিদী জনতা ও সাধারণ মানুষ এই আখড়া বন্ধের উদ্যোগ নিয়ে সম্মিলিতভাবে ভেঙে দেয়।