গত ২৬ মার্চ ২০২৪ ইং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পাবনার টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের উপর প্রবন্ধ পাঠ, আলোচনা সভা ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের প্রয়াত সদস্যবৃন্দ ও ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের ও অত্র শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অত্র পরিষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পতাকা উত্তোলন করেন পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি ও টেবুনিয়া সামসুল হুদা ডিগ্রি অনার্স কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং অত্র পরিষদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট তোসলিম হাসান সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টেবুনিয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক, পরিষদের নির্বাহী সদস্য বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল হামিদ খান প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সৈয়দ মো: আকবার হোসেন। গীতা পাঠ করেন শ্রী সুনিল চন্দ্র মন্ডল। স্বাধীনতা সংগ্রামের উপর প্রবন্ধ পাঠ করেন অত্র পরিষদের সম্মানিত সদস্য ও কৃষকলীগ আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি মো: ইয়াকুব আলী খান। মোনাজাত পরিচালনা করেন মো: জয়নাল আবেদীন পীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ডা. মফিজ উদ্দিন আহমেদ।
এ সময় অত্র পরিষদের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব সাদেক আলী বিশ্বাস, সহসভাপতি আলহাজ্ব হাসান মল্লিক, অর্থ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, নির্বাহী সদস্য মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, সম্মানিত সদস্য মো: মোহন খাঁ, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম জন, সাইদুর রহমান ও কাজী ওসমান গণি সেলিমসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।