আটঘরিয়া প্রতিনিধি: টানা ৭০ (৩ দিন ৩ রাত) ঘন্টার বর্ষণে পাবনার আটঘরিয়ার ৫ ইউনিয়ন ও ১ পৌর এলাকার প্রায় ২ হাজার হেক্টর নিচু ধানী জমি পানিতে তলিয়ে গেছে। এতে এ বছর ব্যাপক ফলন ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাত থেকে ১৬ সেপ্টেম্বর দুপুর ১২ টা পর্যন্ত টানা ৭০ ঘন্টা একটানা বর্ষণ হয়।
এ বছর আটঘরিয়া উপজেলার ৫ ইউনিয়ন ও ১ পৌর এলাকায় ৫ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয় এবং চারা রোপণ শেষ হতে না হতেই গত কয়েকদিন যাবত টানা বর্ষণ শুরু হয়। এতে নিচু এলাকার প্রায় ২ হাজার হেক্টর জমির চারা ধান পানির নিচে হাবুডুবু খাচ্ছে। এখনো ক্ষেতের চারায় পচন ধরেছে। সেসব জমিতে পুনরায় চারা রোপণ না করলে ধান হবে না।
কৃষক হাফিজুল জানায়, আমার প্রায় ৩ হেক্টর নিচু জমির চারাধান পানির নিচে তলিয়ে গেছে এবং আরো ২ হেক্টর জমির চারাধানে পচন ধরেছে। কৃষক সুজন জানায়, অনেক কষ্টে ৪ হেক্টর জমিতে রোপা আমন ধানের চারা রোপন করার পর একদিকে পোকার আক্রমণ অন্যদিকে টানা ৩ দিনের বর্ষণে ধানের চারা পানির নিচে থাকায় পচন ধরেছে। কৃষক সাইফুল ইসলাম জানায়, যেসব জমিতে আগেভাগে চারা রোপন করেছি সেসব জমির ধান সবুজে মাঠ ভরে গেলেও বিল ও নিচু জমির ধানের চারা পানিতে ডুবে আছে। বিশেষ করে দেরিতে রোপণকৃত জমির ধান হবে না, চারার অভাবে পুনরায় রোপন করাও সম্ভব নয়।
উপজেলা কৃষি অফিসারের একজন মাঠ কর্মকর্তা জানান, এবছর ৫ হাজার হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা লক্ষাধিক মন ধরা হলেও অতি বর্ষণের নিচু এলাকায় প্রায় ২ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।