চাটমোহর প্রতিনিধি
চাটমোহর উপজেলার বিভিন্ন অফিস,হাসপাতালসহ বাসা-বাড়ির পরিচ্ছন্নতায় নিয়োজিত রয়েছেন হরিজন (সুইপার) সম্প্রদায়। তাদের নিজস্ব কোন আবাসস্থল না থাকায় চাটমোহর পুরাতন বাজার এলাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিত্যক্ত জায়গায় বসবাস করেন। এসকল সুপারভাইদের ছেলে মেয়ে সরকারি চাকুরিসহ নানা চাকুরিতে নিয়োজিত। কিন্তু এদের ধর্মীয় কিংবা বিয়েসহ যে কোন অনুষ্ঠান করতে পড়তে হয় সমস্যায়। অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ডেকোরেশন,রান্নার ড্যাগসহ উপকরণ ভাড়া মেলেনা। সুইপার হওয়ার কারণে ডেকোরেশন মালিকরা এদেরকে উপকরণ ভাড়া দেয়না বলে জানা গেছে। কারণ এদের ভাড়া দিলে অন্যরা সেগুলো ভাড়া নিবেনা কিংবা সেই ডেকোরেশনে কেউ ভাড়া করতে যাবেনা। ফলে সুইপাররা অনুষ্ঠানাদী নিয়ে পড়েন সমস্যায়। এ থেকে উত্তোরণের জন্য চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো হরিজন সম্প্রদায়কে রান্নার জন্য ড্যাগ প্রদান করলেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে হরিজনদের বাসস্থানে গিয়ে তাদের হাতে এই ড্যাগ তুলে দেন তিনি। এসময় সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আফসার আলী,পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।