চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে সরিষা চাষিদের মুখে যেন তৃপ্তির হাসি। চলতি রবি মৌসুমে সরিষার আবাদ বেড়েছে এ উপজেলায়। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,চলতি মৌসুমে চাটমোহরে সরিষার আবাদ হয়েছে ৮ হাজার ৬৩০ হেক্টর জমিতে। যা গত বছরের চেয়ে ১৮৮০ হেক্টর বেশি। গত বছর চাষ হয়েছিলো ৬ হাজার ৭৫০ হেক্টর। ইতোমধ্যে সরিষা কাটাই ও মাড়াই শেষ হওয়ার পথে। হাট-বাজারে সরিষা বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৩ হাজার টাকা মণ।
উপজেলার মথুরাপুর গ্রামের কৃষক মামুনুর রশিদ বললেন,এবার সরিষার ফলন বালৈা,দামও ভালো। ফলে অনেকেই সরিষার আবাদ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ বললেন,এবার সরিষার আবাদ বেড়েছে,বাজারে দামও ভালো। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলনও ভালো হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ১.৫ মে.টন। সরিষা কাটার পর কৃষক একই জমিতে বোরো আবাদ শুরু করছেন। কৃষি বিভাগ চাষিদের সার্বক্ষনিক সহযোগিতা দিচ্ছে।