চাটমোহর প্রতিনিধি
প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদশনীর কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্য ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।
চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া ব্লকে হারভেস্টার যন্ত্রের সাহায্য এ ধান কর্তনের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ। বক্তব্য দেন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ,সুপ্রিম সীডের জোনাল ম্যানেজার কৃষিবিদ রবিউল ইসলাম,ইউপি সদস্য হাসিনুর রহমান,কৃষক নাইম হোসেন প্রমূখ।
উল্লেখ্য,চাটমোহর উপজেলার ভাদড়া ব্লকে সমলয় কার্যক্রমের আওতায় ১৫০ বিঘা জমিতে কৃষি যন্ত্রের সাহায্য ধান রোপণ করা হয়। কম্বাইন্ড হারভেস্টারের সাহায্য এই ধান কর্তন করা হচ্ছে। আধুনিক এ প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কম হয়েছে। ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।