চাটমোহর প্রতিনিধি
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই অত্যন্ত আনন্দ-উচ্ছ্বাসসহ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গতকাল রবিবার (৭ জুলাই) পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
খোল-কর্তাল ও শঙ্খসহ বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে বিকেল ৫টায় সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ নারী ও পুরুষ চাটমোহর পৌর শহরের বালুচর মহল্লার প্রাচীনতম ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ মন্দির চত্বর থেকে খালি পায়ে হেঁটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। জগন্নাথ দেবের রথ পৌর শহর প্রদক্ষিণ শেষে চাটমোহরের শ্রী শ্যী রাধাবল্লভ মন্দিরে নিয়ে রাখা হয়। রথযাত্রা উৎসবে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা,ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার,বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ সাহা,পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী,সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য,তরুন কুমার পাল,জয়দেব কুন্ডু,রাজিব কুমার বিশ^াস,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ছিলো পূজা অর্চনা,রাজভোগ,আলোচনা সভা ও আরতি। আগামী ১৫ জুলাই শ্রীশ্রী রাধাবল্লভ মন্দির চত্বর থেকে উল্টো রথযাত্রার মাধ্যমে রথ পুনরায় শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে আনা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য বলেন,ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা বলেন,সনাতন ধর্মীলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রার সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।
এদিকে উপজেলার হান্ডিয়ালেও বিপুল উৎসাহ-উদ্দীপনায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হান্ডিয়াল জগন্নাথ মন্দির থেকে এই রথযাত্রা শুরু হয়।
চাটমোহরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত
চাটমোহর
2 Mins Read
Previous Articleসুজানগরের পদ্মায় তীব্র ভাঙন, বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment