চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।
বৃস্পতিবার (৯ নভেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা ব্লকের খড়বাড়িয়া গ্রামে সমলয় পদ্ধতিতে রোপন করা বিনা ধান-১৭ প্রদর্শনী ও কর্তনের মাধ্যমে এ মাঠ দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ডাঃ মোঃ জামাল উদ্দীন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ,মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান,প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,উপজেলা কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান মজনু খা,সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ কৃষক ও কিষাণী উপস্থিত ছিলেন।