বিশেষ প্রতিনিধি
পাবনার চাটমোহরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণ,মুক্তিযোদ্ধা সংসদ,ইসলামিক ফাউন্ডেশন,বিভিন্ন সংগঠণ ও শিক্ষাপ্রতিষ্ঠান রকম রকম কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনী,মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন,র্যালী,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজে সালাম গ্রহণ,ডিসপ্লে,মহিলাদের ক্রীড়ানুষ্ঠান,প্রীতি ফুটবল খেলা,মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহীপল। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে স্থানীয় সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল হাইস্কুল মাঠ বালুচরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজে সালাম গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন। এসময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফিরোজা পারভীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম,সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলসহ সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধিজন উপস্থিত ছিলেন। এরঅেেগ সূর্য়োদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজা পারভীন ও ইউএনও রেদুয়ানুল হালিমসহ সরকারি কর্মকর্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১,চাটমোহর প্রেসক্লাব,পূজা উদযাপন পরিষদ,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠণ পুষ্পস্তবক অর্পন করেন।
দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান,বিকেলে সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দেওয়া হয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা।
এদিকে চাটমোহর পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকরাসহ র্যালী,পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মোঃ কামাল জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচসা সভায় বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল,খন্দকার মাহবুব এলাহী বিশু,খন্দকার বজলুল করিম খাকছার,সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ধনী,ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী,ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,র্যালী,পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ আঃ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,মুলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল,এস এম ওয়াহেদ আলী,সেকেন্দার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চাটমোহরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
চাটমোহর
2 Mins Read
Previous Articleচাটমোহরে ইসলামিক ফাউন্ডেশনের র্যালী আলোচনা ও দোয়া মাহফিল
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment