চাটমোহর প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশান্ত কুমার সরকার নামক এক যুবক অশালীন কটুক্তি করায় পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই শনিবার (৯ নভেম্বর) বিকেল থেকে ফুঁসে ওঠেন এলাকার তাওহিদী জনতা। এক পর্যায়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ডেকে এনে প্রতিকার দাবি করেন এলাকার প্রধানবর্গ। শনিবার বাদ এশা হান্ডিয়াল বাজারে জামায়াতে ইসলামীর নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ মিছিল। হান্ডিয়ালসহ আশপাশের এলাকার শত শত মানুষ এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযুক্ত প্রশান্ত সরকারের বিচার দাবি করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ঘোষনা করেন অভিযুক্তকে গ্রেফতার ও বিচার না করা পর্যন্ত হান্ডিয়াল বাজারে হিন্দু ব্যবসায়ীরা কোন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলতে পারবেনা। আতংকে সকল হিন্দু ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ করে দেন। ঘটনা জানার পর চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম,থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম হান্ডিয়ালে যান। তারা স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও হিন্দু নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। বৈঠকে জামায়াত নেতা মনসুর রহমান,আল আমিন,হান্ডিয়াল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ ব্রম্মচারীসহ অন্যরা বক্তব্য দেন। সেখানে এলাকাবাসী অপরাধি হান্ডিয়াল বল্লভপুর গ্রামের কালাচাদ সরকারের ছেলে প্রশান্ত সরকারকে গ্রেফতার ও শাস্তির দাবি জানান। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নিবেন মর্মে আশ^াস দিয়ে রাদ ১২টার দিকে বৈঠক শেষ করেন।
এদিকে রবিবার (১০ নভেম্বর) সকালে হান্ডিয়াল বাজারে গিয়ে দেখা যায় বাজারের হিন্দু ব্যবসায়ীদের সকল দোকানপাট বন্ধ। থমথমে ভাব বিরাজ করছে। পুলিশী টহল বাড়ানো হয়েছে। এরআগে সকালে সেনাবাহিনীর একটি টিম হান্ডিয়ালে গিয়ে সবাইতে শান্ত থাকার আহবান জানান এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা বলেন। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম,জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মওলানা হাবিবুর রহমান রবিবার দুপুরে হান্ডিযালে গিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও এলাকাবাসীর সাথে কথা বলে শান্ত থাকার আহবান জানান।
দিলীপ ব্রম্মচারী দৈনিক ইত্তেফাককে জানান,আজকে (রবিবার) সকালে বিভিন্ন মসজিদ থেকে মাইকে ঘোষনা করা হয়েছে,রাতে বিক্ষোভ করা হবে। হান্ডিয়ালের বাইরে থেকে অসংখ্য মানুষ আসছেন এই মিছিলে। আমরা চরম আতংকে রয়েছি। আমাদের সম্প্রদায়ের সকল ব্যবসায়ীরা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। প্রশাসন ও জামায়াতে ইসলামীর নেতারা আশ^াস দিলেও কেউ দোকানপাট খুলতে সাহস পাচ্ছেনা। তিনি বলেন,প্রশান্ত যেটি করেছে,সেটি খুবই গর্হিত কাজ। মহানবীকে নিয়ে তার লেখা ক্ষমার অযোগ্য। আমরাও চাই তার শাস্তি হোক। কিন্তু সে ঢাকাতে থাকে। তার পরিবারকে বলা হয়েছে,তাকে এনে আইনের কাছে সোপর্দ করতে। তার একার জন্য আমরা কেউ দায়ী হতে পারিনা।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম জানান,পরিস্থিতি বর্তমানে শান্ত। আমরা সবাইকে ধৈর্য্য ধারণ করে শান্ত থাকার জন্য আহবান জানিয়েছি। অপরাধির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা তাকে আটকের পদক্ষেপ নিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম বলেন,আমরা সকলের সাথে বৈঠক করেছি। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দিতে বলেছি। তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন,আমরা তো কাউকে দোকানপাট বন্ধ রাখার কথা বলিনি। এটা তাদের বিষয়,তবে আমি এসি ল্যান্ডকে পাঠিয়েছিলাম,তারা বিকেল থেকেই দোকানপাট খুলবে। আমরা ব্যবস্থা নিতে সচেষ্ট আছি।
চাটমোহরে মহানবীকে নিয়ে কটুক্তি বিচার দাবিতে বিক্ষোভ,হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ ॥ বিরাজ করছে আতংক
চাটমোহর
3 Mins Read
Next Article সুজানগর পৌর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment