চাটমোহর প্রতিনিধি
ঢাকাস্থ ভ্যাটিক্যান রাষ্ট্রদূত ও খ্রিস্টান সম্প্রদায়ের বাংলাদেশের বিশপ মন্সিনিয়র কেভিন রানডাল গতকাল শুক্রবার পাবনা চাটমোহর সফর করেন। তিনি চাটমোহর উপজেলার মথুরাপুর খ্রিস্টান ধর্মপল্লী ও গীর্জা,কাতুলী গীর্জা ও ফৈলজানা খ্রিস্টান চার্চ পরিদর্শন করেন। এছাড়া তিনি কাতুলী খ্রিস্টানপাড়ার প্রশান্ত গমেজ ও হেনা গমেজের ২৫ বছরের বিবাহ রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগদান করেন। এসময় নাটোরের বনপাড়ার ফাদার শংকর ডমিনিক গমেজ,
চাটমোহরের মথুরপুর ধর্মপল্লীর ফাদার শিশির নাতালী গ্রগরী,ফাদার উত্তম রোজারিও,ঢাকার ফাদার ইলিয়াস পালমা,রাজশাহীর বিশপ জের্ভাস রোজারিও,ঢাকার ফাদার হিওবার্ট পালমা,রাজশাহীর ফাদার শ্যামল গমেজ,ফাদার হেনরি পালমা ও দিনাজপুরের ফাদার কারলুস টপ্পসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকাস্থ ভাটিকান রাষ্ট্রদূত কেভিন রানডালের ঢাকার বাইরে চাটমোহরেই প্রথম সফর।