চাটমোহর প্রতিনিধি
চলতি মৌসুমে বোরো চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাটমোহরের কৃষকেরা। উপজেলার বিভিন্ন মাঠে কৃষি জমিতে বোরো ধানের আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষি শ্রমিক। সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে চলছে হালচাষ,জমির আইল নির্মাণ, সেচ ও চারা রোপণ। কে কার আগে ধানের চারা রোপণ করবেন এমন প্রতিযোগীতা চলছে কৃষকদের মাঝে। এ যেন মাঠে মাঠে কৃষকদের ঈদ আনন্দ। কেউ জমিতে সার-গোবর দিচ্ছেন,আবার কেউ জমির আগাছা বাছাই করছেন। পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকও ধান লাগাতে মাঠে নেমেছেন। এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন চাটমোহরের মাঠে মাঠে।
চাটমোহর উপজেলার হান্ডিয়াল, ছাইকোলা ও নিমাইচড়া এলাকার কয়েকটি মাঠে সরেজমিনে গিয়ে কৃষকদের এই ব্যস্ততার চিত্র দেখা যায়। কর্মব্যস্ত কৃষক ও কৃষিশ্রমিকরা মাঠেই খাচ্ছেন দুপরের খাবার। উপজেলার হান্ডিয়ালের কৃষক আতাউর রহমান জানান, এ বছর দেশে বিভিন্ন দ্রব্যমূল্য বাড়ার পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেড়েছে। ফলে নিজেরাও ধান রোপনের কাজে বেশি সময় দিচ্ছি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,চলতি মৌসুমে চাটমোহরে ৯ হাজার ৬শ’ ১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কয়েক দিন ধরে চলছে চারা রোপণের কাজ। এ পর্যন্ত প্রায় ৩ হাজার হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। এ এলাকায় সাধারণত ব্রিধান-২৮,২৯ এ ছাড়া উন্নত ৫০. ৫৮, ৬৪, ৮১, ৮৪, ৮৯, ৯২, ৯৬ সহ বঙ্গবন্ধু ১০০ জাতের ধান চাষ হয়। চাটমোহরে সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ মাসুম বিল্লাহ জানান, চলতি মৌসুমে বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে। ধানের দাম ভালো থাকায় বর্তমান সময়ে বোরো ধানের চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। আপাততঃ চারার কোন সঙ্কট নেই। কৃষি বিভাগের কর্মীরা সার্বক্ষনিক চাষীদের পরামর্শ দিচ্ছেন।
চাটমোহরে বোরো আবাদে ব্যস্ত কৃষক
চাটমোহর
2 Mins Read
Previous Articleবেড়ায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment