চাটমোহর প্রতিনিধি
‘তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি,শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’-এ প্রতিপাদ্যে সারা দেশের মতো পাবনার চাটমোহরেও পালিত হয়েছে বিশ^ তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে শুক্রবার (৩১ মে) সকাল ৯টায় চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে তামাকবিরোধি একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর ও পাশর্^বর্তী সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় তামাকবিরোধি সেমিনার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন,উপজেলঅ পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজা পারভীন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোজাহারুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।