চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে বিলকুড়ালিয়া থেকে বড়াল নদ পর্যন্ত জলকর প্রভাবশালী অমৎস্যজীবিকে ইজারা দেওয়ার প্রতিবাদে ও নিজেদের অনুকূলে ইজারা প্রদানের দাবিতে মানববন্ধন করছে তিন গ্রামের দরিদ্র মৎস্যজীবিরা।
গতকাল রবিবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল,হরিপুর দিয়ারপাড়া ও লাউতিয়া গ্রামের ২ শতাধিক মৎস্যজীবি ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, মৎসজিবী আশরাফুল আলম,মৎস্যজীবি আসাদুল ইসলাম প্রমূখ।
বিলকুড়ালিয়া মৎস্যজীবি সমিতির সভাপতি রায়হান আলী জানান,১৯৭২ সাল থেকে এই জলকরটি মৎস্যজীবি সমবায় সমিতির নামে ইজারা নিয়ে তারা জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু চলতি বছরে স্থানীয় একটি চক্র প্রশাসনের সাথে যোগসাজসে এই জলকরটি ইজারা নেয়। যারা জলকরটি ইজারা পেয়েছে তারা মৎস্য শিকারের সাথে জড়িত না। সাবেক এক ইউপি সদস্য ও এলাকার প্রভাবশালী ব্যক্তি। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছেন।
এ ব্যাপারে ইজারাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম জানান,সরকার তাকে নিয়ম অনুযায়ী ইজারা দিয়েছে। ৭ একর এই জলকরের ইজারা মূল্য মাত্র ৮ হাজার টাকা বলে জানান নুরুল ইসলাম। তিনি বলেন,মৎস্যজীবিরা ইজারা না নিয়ে জলাশয়টি ভোগ দখল করার চেষ্টা করছিলো।