চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী উচ্চ বিদ্যালয় ও বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় স্কুলের বিশাল মাঠ বছরের অধিকাংশ সময় জলমগ্ন থাকে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি বেড়েছে। বিশেষ বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। স্কুলের মাঠ তারা কোনভাবেই ব্যবহার করতে পারেন না। গত বুধবার (৩০ অক্টোবর) সরেজমিনে স্কুলে গিয়ে দেখা যায়। স্কুলের বিশাল মাঠসহ আশপাশের রাস্তা ও কয়েকটি বাড়ি জলাবদ্ধতার শিকার। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থাই নেই। প্রাথমিক বিদ্যালয়টি সড়কের পাশে হলেও হাইস্কুলের শিক্ষার্থীরা স্কুলের বারান্দাই চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করছে। বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটসহ অবকাঠামো উন্নয়নের জন্য অনেকবার সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন নিবেদন করেও কোন ফল হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই স্কুলের কোন রকম উন্নয়ন করা হয়নি। এলাকাবাসীসহ স্কুলের একাধিক শিক্ষক জানান,এলাকাটিতে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ভালো ছিল না। তাই আওয়ামী লীগের এমপি মকবুল হোসেন এই স্কুল ও এলাকার উন্নয়নে কোন ভূমিকা রাখেননি। চাটমোহর উপজেলায় অনেক স্কুল-মাদ্রাসা আছে,যেখানে শিক্ষার্থী কম এবং ফলাফলও ভালো না,সে সকল স্কুলে বহুতল বিল্ডিং করা হয়েছে। অথচ এই স্কুলের মাঠটিও ভরাট করা হয়নি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বোয়াইলমারী গ্রামের বাসিন্দা মোঃ রেজাউল করিম বলেন,বিগত আওয়ামী লীগ সরকারের সময় চাটমোহর উপজেলায় বিভিন্ন প্রকল্পের নামে ব্যাপক লুটপাট করা হয়েছে। অথচ গুরুত্বপূর্ণ এই স্কুলের অবকাঠামোসহ অন্য কোন উন্নয়ন করা হয়নি।
বোয়াইলমারী হাইস্কুলের শিক্ষক ও চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমান বলেন,অনেকবার আমরা এমপির কাছে গিয়েছি। কিন্তু তিনি কোন কথাই কানে তোলেননি। ছেলে-মেয়েদের চরম সমস্যা। মাঠে পানি জমে আছে। কোন প্রকার খেলাধূলা বা এসেম্বলী করাও যায়না। আওয়ামী লীগের সময় এমপি মকবুল হোসেন আমাদের স্কুলের বিষয়ে কোন প্রকার সহানুভূতি দেখাননি।
স্কুলের প্রধান শিক্ষক স ম এখলাস আহমেদ বললেন,ভাই দেখেন অবস্থা। চারিদিকেই পানি। বের করার কোন ব্যবস্থা নেই। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীরা খেলাধূলা করতে পারেনা। টিফিনের সময় মাঠে বসতে পারেনা। কি যে অবস্থা। তিনি সাংবাদিকদের এ বিষয়ে পত্রিকায় তুলে ধরার অনুরোধ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী জানান,আমি বিষয়টি জানি। কিন্তু আমাদের তো কিছু করার নেই। প্রশাসনসহ জনপ্রতিনিধিরাই এই সবের সমাধান দিতে পারেন। তারপরও বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনবো।
চাটমোহরে বিদ্যালয় মাঠে স্থায়ী জলাবদ্ধতা,দূর্ভোগে শিক্ষার্থীরা
চাটমোহর
2 Mins Read
Previous Articleআটঘরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের জায়গাসহ ঘর বিক্রির অভিযোগ
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment