চাটমোহর প্রতিনিধি
নতুন বই মানে আনন্দ,নতুন অনুপ্রেরণা। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাসই যেন বলে দিচ্ছে কতটা আনন্দিত তারা।
সোমবার (১ জানুয়ারি) পাবনার চাটমোহর পৌর সদরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক পর্যায়ের বই উৎসব অনুষ্ঠিত হয়। শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীরা একযোগে নতুন বই উঁচিয়ে আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে প্রাথমিক স্তরের বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ প্রভাষিকা ফিরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক ও উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন,সহকারী শিক্ষা অফিসার মোঃ আঃ মান্নান। অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা মোছাঃ আনোয়ারা খাতুনসহ শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একইসাথে উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫০টি বেসরকারি বিদ্যালয় এবং কেজি স্কুলে বই বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান জানিয়েছেন,২০২৪ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে ২০৫টি সরকারি-বেসরকারি ও কেজি স্কুলের ৩৫ হাজার শিক্ষার্থীর মাঝে। প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণির শতভাগ বই বিতরণ করা হয়।
এদিকে,মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসায় বই উৎসবের আয়োজন করা হয়। চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল হাইস্কুল,চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়। বিকেল পর্যন্ত বই বিতরণের কার্যক্রম চলে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,এবতেদায়ী পর্যায়ের ২৪টি মাদ্রাসায় ৭৩ হাজার ৫৬০টি বই বিতরণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিক স্কুলে ১ লাখ ৭৭ হাজার ৩০০ এবং মাদ্রাসায় ৪৪ হাজার ২৫০টি বই বিতরণ করা হয়েছে।
চাটমোহরে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
চাটমোহর
2 Mins Read
Previous Articleসুজানগরে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment