চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে দুর্বৃত্তদের লাগিয়ে দেওয়া আগুনে পুড়ে গেছে ব্যবসায়ী আবুল হোসেনের গোডাউনসহ মালামাল। ঘটনাটি ঘটেছে বুধবার (১ মে) দিবাগত রাতের কোন এক সময় চাটমোহর পৌরসভার ছোট শালিখা মহল্লার হারান মোড়ে। রাত আড়াইটার দিকে আগুনের লেলিহান শিখা দেখে ব্যবসায়ীসহ আশপাশের লোকজন অগ্নিকান্ডের বিষয়টি টের পায়। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবুল হোসেনের দাবি।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,হারান মোড়ের মেসার্স আবুল হোসেন ট্রেডার্সের পেছনের গোডাউন ও গোডাউনের ভেতরের মালামাল পুড়ে গেছে। আবুল হোসেন জানান,গভীর রাতে কে বা কারা শত্রুতামূলকভাবে তার গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ভোর সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নেভায়। তার আগেই গোডাউনে থাকা আরএফএলসহ বিভিন্ন কোম্পানীর শতাধিক দরজা,কয়েক শত প্লাস্টিক পাইপ,সেনেটারি সামগ্রী পুড়ে যায়। সেখানকার সিসি ক্যামেরা সচল থাকলেও দুর্বৃত্তরা সেটি অনেকটা ঢেকে রাখে। চাটমোহর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাটমোহর পৌরসভার সাবেক মেয়র ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মির্জা রেজাউল করিম দুলালসহ অন্যান্য তেৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে সমবেদনা জানান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান,খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরা ফুটেজসহ নমুনা সংগ্রহ করে দুবৃত্তদের চিহ্নিত করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।