চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতার এ মেলার উদ্বোধন করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিন। এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে।
উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ। মেলার উদ্বোধক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিন ছাড়াও বক্তব্য দেন,ছাইকোলা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান নুরু,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ। এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ,কৃষি সম্পসারণ কর্মকর্তা তানিয়া আক্তার,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক ও কিষাণ-কিষাণী উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে। মেলায় ফলজ,বনজ বৃক্ষসহ আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন পণ্যের ২০টি স্টল বসেছে।