চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে জমে উঠেছে ঈদের বাজার। চলনবিল অধ্যুষিত এই উপজেলার সিংহভাগ মানুষই কৃষিজীবি ও শ্রমজীবি। বিগত কয়েক বছরের তুলনায় এবার ফসলের দাম বেশি পাওয়ায় তারা আগেভাগেই ঈদের কেনাকাটা শুরু করেছে। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন মার্কেট,বিপনী বিতান ও ফুটপাতের দোকানে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। গত বছরের তুলনায় এবার সিট কাপড় ও তৈরি পোশাক বেশি বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। জুতা ও কসমেটিকসের দোকানেও ভিড় চোখে পড়ার মতো। দোকানীরা জানান,আগামী সপ্তাহে ভিড় আরো বাড়বে।
চাটমোহর পুরাতন বাজার এলাকার মির্জা মার্কেটের কাপড় ব্যবসায়ী রবিউল করিম জানান,এখনো পুরোপুরি বেচাকেনা শুরু হয়নি। তবে থ্রিপিস আর ছিট কাপড় বেশি বিক্রি হচ্ছে। একই কথা জানালেন আরেক ব্যবসায়ী অজয় কুন্ডু। তিনি জানান,গত বছরের চেয়ে কাপড়ের দাম বেড়েছে। ফলে অনেকেই ফিরে যাচ্ছেন।
ছাইকোলা গ্রাম থেকে পোশাক কিনতে আসা গৃহিণী আফরোজা পারভীন বললেন,এবার সব পোশাকের দামই বেশি। বাজেটে কুলাচ্ছেনা। তারপরও পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতেই হবে।
চাটমোহর পৌর শহরের সরদার মার্কেট,জেএস মার্কেট,মির্জা মার্কেট,ইসলামী ব্যাংক মার্কেট,আছিয়া মার্কেট,রফিক মার্কেট,হোসেন মার্কেটসহ অন্যান্য মাকেটে দোকানীরা হরেক রকম পণ্যের পশরা সাজিয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা।