চাটমোহর প্রতিনিধি
ঈদকে সামনে রেখে পাবনার চাটমোহরে জমেনি কোরবানী পশুর হাট। এখনো ক্রেতারা যাচাই-বাছাই পর্যায়ে আছেন। যে পরিমাণ বেচাকেনা হচ্ছে,তাতে পশুর দাম বেশি বলে জানান ক্রেতারা। খামারীরা বলছেন,গোখাদ্যের দামের কারণে পশুর দামও বেড়েছে।
কোরবানীকে সামনে রেখে চাটমোহরের গরু ও ছাগলের খামারীরা ব্যস্ত সময় পার করছেন। গোখাদ্যের দাম বেশি হওয়ায় অনেক খামারী এবার লোকসানে পড়তে পারেন। উপজেলার অমৃতকুন্ডা,নতুন বাজার পশুর হাট,ছাইকোলা,শরৎগঞ্জসহ অন্যান্য হাটে গরু-ছাগলের আমদানী বাড়ছে। বিক্রি হচ্ছে কম। বিক্রেতারা জানান,আগামী সপ্তাহে বেচাকেনা বাড়বে। গতকাল বুধবার (৫ জুন) চাটমোহর নতুন বাজার পশুর হাটে গিয়ে দেখা গেল,গরুর আমদানী কম। তবে ছাগলের আমদানী বেড়েছে। ছাগলের আকারভেদে ১৫ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ,হাটের ইজারাদারের লোকজন অতিরিক্ত খাজনা আদায় করছেন। প্রতিটি ছাগলে ক্রেতার কাছ থেকে নেওয়া হচ্ছে ৪০০ টাকা। কিন্তু রশিদ দেওয়া হচ্ছে ২০০ টাকার। আবার বিক্রেতার কাছ থেকেও ২০০ টাকা করে আদায় করা হচ্ছে।