চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার গুমানী নদীর ভাঙন রোধে নদীর তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা ¯œান ঘাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান,উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহাতাব উদ্দিন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম,জাতীয় শ্রমিক লীগৈর সাধারণ সম্পাদক মাসুদ রানা সুরুজসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়,এ উপজেলার করকোলা ¯œান ঘাট এলাকায় গুমানী নদীর তীর সংরক্ষণে এই জিও ব্যাগ ফেলা হচ্ছে। নদীর করকোলা গ্রাম পাড়ে ৫০ মিটার তীরে এই ব্যাগ ফেলা হবে। তবে এই প্রকল্পে বরাদ্দের পরিমাণ জানাতে পারেননি পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহাতাব উদ্দিন।