চাটমোহর প্রতিনিধি
ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুসারে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশনব্যতীত এন্টিবায়োটিকবিক্রির শাস্তির বিধান এবং এন্টিবায়োটিকের মোড়কে লাল রঙের সনাক্তকরণ চিহ্ন বিষয়ক অবহিতকরণ সভা পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে বিসিডিএস চাটমোহর উপশাখা কার্যালয়ে বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি পাবনা জেলা শাখার সহযোগিতায় ওষুধ প্রশাসন অধিদপ্তর পাবনা এই সভার আয়োজন করে।
বিসিডিএস পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ¦ এ এফ এম হুমায়ুন কবির খোকনের সভাপতিত্বে ও বিসিডিএস চাটমোহর শাখার সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,পাবনা জেলা ওষুধ তত্বাবধায়ক মোঃ রোকনুজ্জামান,বিসিডিএস পাবনার সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মোঃ সাইদুর রশিদ খান পিন্টু,সহ-সভাপতি তারেক ইবনে আনসার,পরিচালক আঃ কুদ্দুস মালিথা,চাটমোহর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম রফিক,আলহাজ¦ মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।