চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় একাধিক ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন,কতিপয় দুর্বৃত্তদের কারণে তারা পরিষদে যেতে পারছেন না। এখনো কিছু বিচ্ছিন্ন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এ বিষয়ে পুলিশের তৎপরতা বাড়ানো দরকার বলে জানান তারা। এছাড়া মাদক নিয়ন্ত্রণ,বিল-জলাশয়ে অবৈধ সোঁতিবাঁধ স্থাপন,দ্রব্যমূল্যসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) ও চাটমোহর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান শাকিল,বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু,থানার এসআই আঃ রহিম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক কুমার চক্রবর্তী,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম বকুল,মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএমআর আঃ রব সেন্ট রীটাস হাইস্কুলের প্রধান শিক্ষিকা রীনা খ্রীস্টিনা কোড়াইয়া,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।