চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আক্কাসের জোলায় অবৈধভাবে স্থাপন করা সোঁতি বাঁধ অপসারণ করেছে প্রশাসন। গতকাল বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান শাকিল অভিযান চালিয়ে এই বাঁধ অপসারণ করেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,থানার এসআই শামসুলসহ পুলিশ সদস্য,এলাকাবাসী বাঁধ অপসারণে প্রশাসনকে সহযোগিতা করেন। পরে বাঁধের জাল পুড়িয়ে ফেলা হয়।
আক্কাসের জোলা দিয়ে বোয়ালমারীসহ দু’তিনটি বিলের পানি নিষ্কাশন হয়। এসময় একটি সুবিধাবাদী গোষ্ঠি জোলায় সোঁতি বাঁধ নির্মাণ করে ¯্রােত সৃষ্টি করে জাল পেতে মাছ শিকার করে। পানি নিষ্কাশনে বাধাপ্রাপ্ত হওয়ায় বিলে রবিশস্য আবাদ ব্যাহদ হয় কৃষকের। এলাকাবাসী এই জেলার সোঁতি বাঁধ অপসারণের দাবি জানান। তাছাড়া এই বাঁধ স্থাপন নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে বিরোধও দেখা দেয়। এ অবস্থায় উপজেলা মৎস্য অধিদপ্তরে সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে সোঁতি বাঁধ অপসারণ করেন এবং বাঁধের জাল তুলে জনসম্মুখে পুড়িয়ে ফেলেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম জানান,বিল,জোলা কিংবা নদীতে কোন প্রকার সোঁতি বাঁধ স্থাপন করতে দেওয়া হবেনা। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।