চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার ১০টি ইটভাটায় পুরোদমে ইট প্রস্তুত ও পোড়ানোর কাজ শুরু হয়েছে। এসকল ইটভাটায় দেদারছে পোড়ানো হচ্ছে খড়ি বা কাঠ। খোলা আকাশের নিচে নামকাওয়াস্তে যত্রতত্র কিছু কয়লা রাখা হয়েছে। ইট প্রস্তুতের জন্য ইটভাটায় ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর মাটি। প্রতিটি ভাটাই স্থাপন করা হয়েছে ফসলি জমিতে। এসব ফসলি জমিতে ভাটার প্রভাবে কমেছে ফসলের উৎপাদন। ফলবান গাছে আসছেনা ফল। সরেজমিন পরিদর্শন করে এমন চিত্রই দেখা গেছে ইটভাটা এলাকায়।
জানা গেছে,স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ ইটভাটা স্থাপন করে কার্যক্রম পরিচালনা করছেন। ইটভাটাগুলোর অধিকাংশের কোন লাইসেন্স নেই,নেই পরিবেশ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ছাড়পত্র। এসব ইটভাটার কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।
চাটমোহর উপজেলার হরিপুর,মুলগ্রাম,গুনাইগাছা ও বিলচলন ইউনিয়নের বিভিন্ন স্থানে ১০টি ইটভাটা স্থাপন করা হয়েছে। এরমধ্যে মাত্র ২টি ইটভাটার লাইসেন্স রয়েছে। এসকল ইটভাটার ট্রেড লাইসেন্স,পরিবেশ অধিদপ্তর ও কৃষি বিভাগের কোন ছাড়পত্র নেই। সরকারি নিয়মনীতির কোন রকম তোয়াক্কাই করছেনা ভাটা মালিকরা। এসকল ভাটায় যে ইট প্রস্তুত করা হচ্ছে,তার মাপও সঠিক নেই। নির্ধারিত মাপের চেয়ে কম আকারে ইট তৈরি করে তা বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। কোন প্রকার বাধা বিঘœ ছাড়াই চলছে অবৈধ এসকল ইটভাটা।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হাীলম বলেছেন,সকল ইটভাটা পরিদর্শন করা হবে। অচিরেই অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।